27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

তৃনমূল প্রর্যায়ের কৃষকের থেকে সরাসরি ধান ক্রয়ের দাবীতে বরিশালে মানববন্ধন

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এ প্রতিপাদ্য নিয়ে কৃষকের ফসলের লাভ জনক নিশ্চিত কর, তৃনমূল প্রর্যায়ে প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করাসহ সারাদেশে পাটকল শ্রমীকদের বকেয়া বেতন পরিশোধ করার তিনটি দাবী জানিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (বাসদ) বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (২৩ই মে) সকাল সাড়ে ১১ টায় নগরীর প্রানকেন্দ্র সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর শ্রমীক ফ্রন্টের বরিশাল জেলা কমিটি সভাপতি দেওয়ান মাসুদের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) আহবায়ক ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি নেতা অধ্যক্ষ দুলাল মজুমদার, সমাজতান্ত্রি ক্ষেতমজুর শ্রমীক ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এইচ.এম লিমন, হাসিবুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটি সভাপতি শন্তুমিত্র, সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগর ও লামিয়া সাইমন প্রমুখ।

এর পূর্বে নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হলের সম্মুখে এসে শেষ করে করে।

এসময় বক্তরা বলেন- সারা বছর ধরে কৃষকরা রোধে পুড়ে ক্ষেতে কাজ করে তাদের কাঙ্খিত ফসল ফলিয়ে তা ক্ষেতে থাকতে আগুন লাগিয়ে সেই কৃষকরা পুড়িয়ে দেবে সে কথা কেহ বিশ্বাষ করবে না।

সরকারতো মুখে সবসময় বলে বেড়াচ্ছে এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। সরকার কি করে সোনার বাংলা গড়বেন রুপপুর পারমানবিক কেন্দ্রর দূর্নীতিবাজ লুন্ঠনকারীদের রক্ষা করে নাকি এদেশের ক্ষেতমজুর কৃষক শ্রমীকদের জীবন বাঁচিয়ে সোনার বাংলা গড়বেন দেশবাশী সে কথা আজ জানতে চায়।

তাই অভিলম্বে কৃষি ক্ষেতে ভত্তুকি দিয়ে সরাসরি গ্রাম-গঞ্জের তৃনমূল প্রর্যায়ের কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official