বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার মানুষদের কাছে প্রশংসিত হয়েছেন। সরকারি দায়িত্বশীলতার জায়গা থেকে এবারের ঈদেও তাকে জেলার করোনা পরিস্থিতির ব্যাপারে সজাগ থাকতে হচ্ছে। বরিশালে তার জন্য নির্ধারিত সরকারি বাংলোতেই পরিবার নিয়ে ঈদ করবেন তিনি। তবে প্রতিবার নগরবাসীর অনেকের সঙ্গে সম্মিলিত হবার যে ধারা তার রয়েছে, সেটায় এবার ছেদ পড়বে।
তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত অনুশাসন মেনে শারীরিক দূরত্ব নিশ্চিত করে ঈদের সামাজিকতা পালন করবেন তিনি। এমনকি ঈদ উপলক্ষ্যে সাধারণ যে কেনাকাটা করতে হয়, সেগুলো থেকেও তিনি ও তার পরিবার বিরত ছিলেন এ বছর।
বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক ঈদে আনন্দ করা যাবে জানিয়ে বরিশালবাসীর প্রতি তার আহবান, সবাই যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঈদ উদযাপন করে। প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত হবে, তাই মসজিদে কেউ যেন গাদাগাদি না করে। এছাড়া সরকারি অনুশাসন মেনে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন থাকার তাগাদা দেন সকলের প্রতি।