স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম : ঝালকাঠির নলছিটি করোনায় শ্রমিক সঙ্কটে পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের ৫ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে উপজেলার ষাইটপাকিয়া গ্রামে কৃষি বিভাগের সহযোগিতায় কাচি দিয়ে ধান কেটে দেন তাঁরা। কৃষি বিভাগ জানায়, ষাইটপাকিয়া গ্রামের কৃষক গোলাম মাওলাসহ ১৫ জনের ৫ একর জমির বোরো ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছিল। শ্রমিক সঙ্কটের কারণে তারা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমনি কাচি দিয়ে ধান কাটা কার্যক্রম শুরু করেন। পরে তাদের নির্ধারিত শ্রমিক ও মেশিন দিয়ে ধান কেটে আটি বেধে কৃষকের বাড়ি পৌঁছে দেয়া হয়। এ কাজে সহযোগিতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ। ধান কেটে দেওয়ায় খুশি স্থানীয় কৃষকরা।
