রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে।
সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে এই অভিযোগের প্রমাণ পান সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান দুই/তিনদিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছেন দোকানদাররা। এ অভিযোগে ২টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩ জনকে আটক করা হয়েছে। এসময় ওই দোকান থেকে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে এই অভিযোগের প্রমাণ পান সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান দুই থেকে তিনদিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছে দোকানদাররা।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে আরও বলেন, এখানে দুই/তিনদিন আগের গরুর মাংসের সঙ্গে রক্ত নয়, এবার কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া এখানকার কিছুকিছু দোকানে গরুর মাংসের মহিষের মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে।