ভারতের আটটি রাজ্যে জারি করা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের সতর্কতা। পশ্চিমবঙ্গ, ওড়িশা, মেঘালয়সহ আটটি রাজ্যে আমফানের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ১৬ মে, শনিবার ভোরে একটি নিম্নচাপ দেখা গেছে। যা পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর খবরে বলা হয়, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কোথায় আছড়ে পড়বে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি আবহাওয়া দপ্তর। উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অথবা বাংলাদেশেই তা আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।
ইতোমধ্যেই ওড়িশার উপকূলবর্তী ১২টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জেলাশাসকদেরও দুর্গত মানুষকে রাখার জন্য বিকল্প থাকার জায়গা তৈরি করে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ওড়িশার দুর্যোগ মোকাবিলা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক পি কে জানা জানিয়েছেন, আমফান নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।