পাকিস্তানে গত পাঁচ বছরে রেকর্ড পরিমাণে অমুসলিম ভোটার বেড়েছে ৩০ শতাংশ। আগামী ২৫ জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি এক সমীক্ষা বলছে, পাকিস্তানে বিপুল সংখ্যায় অমুসলিম ভোটার বেড়েছে। বর্তমানে পাকিস্তানে মোট অমুসলিম ভোটারের সংখ্যা ৩.৬৩ মিলিয়ন। ২০১৩ সালের নির্বাচনের আগে অমুসলিম ভোটার ছিল ২.৭৭ মিলিয়ন। অর্থাৎ পাঁচ বছরে ৩০ ভাগ অমুসলিম ভোটার বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী সমীক্ষায় দেখা গেছে, পাকিস্তানে মুসলিম ছাড়াও হিন্দু, খ্রিষ্টান, আহমদি, বাহাই, শিখ, বৌদ্ধ এবং পারসি ধর্মের লোকেরা রয়েছে। এদের মধ্যে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের মোট অমুসলিমদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যা অর্ধেকেরও বেশি। গত পাঁচ বছরে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। মূলত পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে হিন্দুদের আধিক্য দেখা যায়।
হিন্দুর পরেই পাকিস্তানে সংখ্যালঘু তালিকায় রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ২০১৩ সালের হিসেব অনুসারে পাকিস্তানে মোট ১.৬৪ মিলিয়ন খ্রিষ্টানের বাস। যাদের মধ্যে পাঞ্জাবেই থাকে এক মিলিয়ন খ্রিষ্টান। বাকিরা সিন্ধু প্রদেশের বাসিন্দা।
সংখ্যালঘু তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আহমদি সম্প্রদায়। পাকিস্তানে অমুসলিম বলে পরিচিত হলেও এই সম্প্রদায় ইসলামেরই একটি অংশ। ২০১৩ সালে পাকিস্তানে এক লক্ষ ১৫ হাজার ৯৬৬ জন আহমদি ভোটার ছিল। পাঁচ বছরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫০৫। সিন্ধু এবং ইসলামাবাদে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
পাকিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৌদ্ধ এবং পারসি ভোটারের সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে শিখ ভোটারের সংখ্যা আট হাজার ৮৫২ জন। খাইবার পাখতুনখোওয়া, সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিখ সম্প্রদায়ের মানুষেরা। ২০১৩ সালে পাকিস্তানে পাঁচ হাজার ৯৩৪ জন শিখ ভোটার ছিল।