ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার তালশহরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আবু সামার ৩টি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুকুরের মালিক আবু সামা।
ক্ষতিগ্রস্থরা জানান, আমরা দীর্ঘ ১৫ বছর যাবত গ্রামের ৩৪ টি পুকুরে মাছ চাষ করে আসছি। ১৫ বছরে কখনো কোন পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেনি। সকাল ৬টায় তালশহরে ৩টি পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পায়। খবর শুনে গিয়ে দেখি সকল মাছ মরে ভেসে উঠেছে। ২টি পুুকুরে মাছের পোনা ও ১টিতে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল। বিষ প্রয়োগকৃত পুকুরের মাছগুলো বিক্রির পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যে মাছগুলো বিক্রি করা হতো। বিক্রির আগেই মাছগুলো বিষ প্রয়োগ করে মাছ নিধন করে ফেলেছে। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।