26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় দূর্ঘটনা প্রচ্ছদ

পুলিশের গাড়িতে বিস্ফোরণ, নারী সদস্যসহ আহত ৩

রাজধানীর মালিবাগ মোড়ে (ট্রাফিক পূর্ব সবুজবাগ জোন) পুলিশের গাড়িতে বিস্ফোরণে নারী সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

আহত পুলিশের ওই নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার বাবলী (২৮)। বিস্ফোরণে বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক রিকশাচালকও আহত হন। তার মাথায় জখম হয়েছে। এ সময় এক পথচারীও সামান্য আহত হন।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট এনামুল হক দুজনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে (ঢামেক) নিয়ে যান।
এনামুল জানান, ডিউটির সময় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। ডিউটিরত পুলিশের এএসআই রাশেদা এ সময় আহত হন। একজন রিকশাচালকও আহত হন। তাদের দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ মোড়ে দুবৃর্ত্তদের হামলায় একজন পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা এমন হামলা করেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official