Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল গণফোরাম

ড. কামাল হোসেনকে সভাপতি এবং ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল গণফোরাম।

রোববার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নির্বাহী সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

কমিটি ঘোষণার পর সভাপতি ড. কামাল হোসেন বলেন, একটা মহা সংকটের মধ্য দিয়ে জাতিকে এগিয়ে যেতে হচ্ছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা হয়নি। এটা সংসদের ঘাটতি।

তিনি বলেন, আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্যই সব কিছু করবো। মানুষকে ঐক্যবদ্ধ করে সেই শক্তিকে কাজে লাগিয়ে দেশের আকাঙ্ক্ষিত ভবিষ্যত গড়ে তুলবো।

সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে স্থায়ী কমিটিতে রাখা হলেও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি। এ বিষয়ে সাংবাদিকদের জবাবে ড. কামাল বলেন, এ বিষয়ে আমরা পরে জানাবো।

সভাপতি পরিষদে আছেন- অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুকাব্বির খান, মেজর জেনারেল আমসা আ আমিন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট আ ও ম শফিক উল্লাহ, মেসবাহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. জানে আলম।

সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন- সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট সেলিম আকবর, হিরণ কুমার দাস মিঠু, মিজানুর রহমান, অ্যাডভোকেট আনসার খান, লতিফুল বারী হামিম, মির্জা হাসান।

কমিটির অন্যরা হলেন-
দফতর সম্পাদক আজাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইসমাইল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রবিউল ইসলাম তরফদার রবিন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শফিকুর রহমান খান বাচ্চু, কৃষি সম্পাদক আব্দুল আউয়াল, গবেষণা পরিকল্পনা ও পরিসংখ্যান মো. সাইদুর রহমান, মহিলা সম্পাদক ফরিদা ইয়াসমিন, সমাজসেবা ও সম্পাদক মোহাম্মদ আলী লাল, স্বাস্থ্য সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ সম্পাদক মাহবুব হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক আবদুল হাসিব চৌধুরী।

সদস্যদের অন্যদের মধ্যে রয়েছে- অ্যাডভোকেট সগীর আনোয়ার, মাহমুদ হাসান (বীর প্রতীক), সৈয়দ আব্দুল মান্নান, অধ্যাপক বিলকিস বানু, শেখ আসাদুজ্জামান (বীর প্রতীক), দেলোয়ার হোসেন চুন্নু, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের, মামুনুর রশিদ মামুন, হারুনর রশিদ তালুকদার, সাইদুর রহমান সাইদ, আব্দুল বাতেন খান।

উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন- এস এম আলতাফ হোসেন, জালাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তবারক হোসেন, প্রকৌশলী সিরাজুল হক, নৃপেন ঘোষ।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য : মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, ময়নুল ইসলাম রাজা, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট নিলেন্দু দেব, অ্যাডভোকেট আব্দুল বাতেন, রতন ব্যানার্জি, অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, আব্দুস সাত্তার পাঠান, অ্যাডভোকেট সুরাইয়া পারভীন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মশিউর রহমান খান নিবির, খলিলুর রহমান, অ্যাডভোকেট তরিকুল রউফ, অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, আজিজুর রহমান মজনু, অ্যাডভোকেট শফিফুল ইসলাম সজল, সাইফুল ইসলাম দুলাল, মোশাররফ হোসেন, আবদুল ওহাব, মোঃ জাহাঙ্গীর হাসান, মোহাম্মদ মিজানুর রহমান, হোসেন মোহাম্মদ খসরু, মহিউদ্দিন মাস্টার, প্রভাষক মামুনুল ইসলাম, মোহাম্মদ আবু কায়সার, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বিশ্বজিৎ গাঙ্গুলী, মাহফুজ আকরাম, মোহাব্বত খান,আযম রুপু, মোহাম্মদ উল্লাহ মধু, মোহাম্মদ সানজিত রহমান শুভ, আনোয়ার হোসেন, এ কে এম রায়হান উদ্দিন, ডা. হাবিবুর রহমান, মোহাম্মদ নোমান উর রশীদ নোমান, এডভোকেট হোসেন আলী পেয়ারা, অ্যাডভোকেট কাজী রফিকুল ইসলাম, নিলুফার ইয়াসমিন শাপলা, নিলিমা বড়ুয়া, নিশাত ইসলাম, মোহাম্মদ নিয়াজ, জাহান শাহ কবির পারভেজ, মোমেন ইসলাম, গীতা সেন, সাগরিকা ভদ্র, বেলায়েত হোসেন, আমজাদ হোসেন, গোলাম হোসেন আবাব, আইয়ুব করম আলী, মোঃ কুদরত উল্লাহ শেখ।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official