আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। ২৮ তারিখ সব রাজনৈতিক দলের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সেই ইফতারে আমন্ত্রণ জানাতে বিএনপির একটি প্রতিনিধিদল রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিএনপির আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ আবদুল আউয়াল ও জি এম মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।
বিএনপির আমন্ত্রণপত্র গ্রহণ শেষে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আজকে আমরা আগামী ২৮ তারিখে ইফতার মাহফিলের দাওয়াত পেয়েছি। তাদের কেন্দ্রীয় পর্যায়ের তিনজন নেতা এসে আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েছেন।