স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
প্রেমিক কে খুজতে টাংগাইলের প্রেমিকা এখন পটুয়াখালীর কলাপাড়ায়। ফেইসবুকের ব্যবহার প্রতিদিন বেরেই চলছে।আর এই ফেইসবুক ব্যবহার এর কারনে নিত্যদিন জন্ম নিচ্ছে নানা ঘটনার। তিনি টাংগাইল কলেজের ছাত্রী, নাম তার মারিয়া আক্তার মুন্নি।
ফেইসবুক এ চ্যাটিং করতে করতে সজিব নামক আইডি ব্যবহার কারি এক যুবকের সাথে মুন্নির পরিচয়। সজিবের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানায়। তার পিতার নাম সিরাজ মিয়া।ফেইসবুকে কথা বলা থেকেই প্রেমের শুরু। প্রেমের এক পর্যায়ে মুন্নি সজীবের সাথে দেখা করতে চাইলেই শুরু হয় সজিবের বিভিন্ন রকম পায়তারা। অবশেষে প্রেমের টানে মুন্নি সজিবের সাথে দেখা করার জন্য টাংগাইল থেকে চলে যায় কলাপাড়ায়। কলাপাড়ায় এসে সজিব কে খুজতে থাকে মুন্নি। সজিবকে পাওয়াও যায়, কিন্তু মুন্নিকে দেখে সজিব গা ঢাকা দেয়। এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে কলা পাড়া উপজেলার পাখিমারা থেকে মুন্নি কে উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে বের হয়ে আসে আরও চমৎকার কিছু তথ্য। মারিয়া আক্তার মুন্নির বাড়ি টাংগাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে। সোমবার প্রেমিক সজিব এর খোজে মুন্নি টাংগাইল থেকে কলাপাড়ায় আসেন। সজিবের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুরে। সজিবের পিতার নাম সিরাজ মিয়া। সজিব বিবাহিত এবং তার স্তী সন্তান আছে। তিনি আরো বলেন, খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়ে মুন্নিকে উদ্ধার করি, মুন্নির অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়েছে।