বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলকে সতর্ক করে দিলেন লুঙ্গি এনগিদি। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের বদলা বিশ্বকাপেই মিটিয়ে নিতে চান দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তার আগে বিপক্ষ পেসারের হুঙ্কার কি আরও চাগিয়ে দেবে ভারতীয় দলকে?
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে ভারত জিতেছিল ৫-১ ব্যবধানে। কিন্তু সে দলে ছিলেন না এবি ডিভিলিয়ার্স, ডুপ্লেসি, কুইন্টন ডি’ককের মতো ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপে পুরো দল নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। যদিও অবসর নেওয়ার কারণে নেই ডিভিলিয়ার্স। এনগিদি মনে করেন, ৫ জুন ভারতকে হারিয়ে সেই সিরিজ হারের জবাব দেওয়ার সব চেয়ে বড় সুযোগ।
রোববার (১৯ মে) ২৩ বছর বয়সি পেসার বলেন, ‘আমি মনে করি, ভারতকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়ে এসেছে। ভারতের বিরুদ্ধে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি।’
বিরাট কোহালির দলের বিরুদ্ধে ঘরের মাঠে সেই সিরিজ হারের প্রসঙ্গ টেনে লুঙ্গি বলেন, ‘আমাদের দেশে যখন ওরা এসেছিল, অসাধারণ সিরিজ খেলে গিয়েছিল। সেই হারের প্রভাব অনেক দিন ধরেই পড়েছে। আমার মনে হয় বিশ্বকাপই সঠিক মঞ্চ ওদের জবাব দেওয়ার। এই ম্যাচটি নিয়ে আমি খুব উত্তেজিত। আশা করি, বাকিরাও আমার মতোই ভারতের বিরুদ্ধে নামার জন্য উৎসাহী।’