পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বানিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
তারি ধারাবাহিকতায় বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রি করছেন ডিলাররা। চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে আজ ৯ মে শনিবার বরিশাল মহানগরীর ১১টি পয়েন্টে বসেছে টিসিবি’র পণ্য সামগ্রী।
যেসব পয়েন্টে পাওয়া বসেছে টিসিবি’র পণ্য- নগরীর ১ নম্বর ওয়ার্ড কাউনিয়া বিসিক খালপাড়া মাঠ, ২৮ নম্বর ওয়ার্ডের মদিনাতুল ছালেহীন নুরানী মাদ্রাসা মাঠ, ২৯ নম্বর ওয়ার্ডের বায়তুর রহমান জামে মসজিদ মাঠ, ১৫ নম্বর ওয়ার্ডস্থ বটতলা নব আদর্শ স্কুল মাঠ, ১৭ নম্বর ওয়ার্ডে সদর রোডস্থ সিটি কলেজ মাঠ, ২৫ নম্বর ওয়ার্ডস্থ জাগুয়া কলেজ মাঠ, ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুরা রোডে আম্বিয়া হাসপাতাল সংলগ্ন মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডের হরিনা ফুলিয়া মাদ্রাসা মাঠ, ১১ নম্বর ওয়ার্ডের বান্দ রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মাঠ সংলগ্নে, ১২ নম্বর ওয়ার্ডস্থ মানিক মিয়া মহিলা কলেজ মাঠ এবং ৯ নম্বর ওয়ার্ডস্থ গির্জা মহল্লা এলাকায় একে স্কুল মাঠ।
দিনব্যাপী ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য ক্রয়ের আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রতিটি পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি কার্যক্রম পরিচালনা ও পণ্য সামগ্রী ক্রয়ের অনুরোধ জানিয়েছেন তিনি।