26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

বরিশালে অর্থ আত্মসাত মামলায় ২ ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

ভূয়া কাগজপত্র জমা দিয়ে ঋন তুলে আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের দুই সাবেক কর্মকর্তাকে ৭ বছর করে কারাদন্ড এবং ১ কোটি টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মহসিনুল হক এ রায় দেন।

মামলার অপর তিন আসামী বরিশাল নগরীর ধর্নাঢ্য তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। দূর্ণীতি দমন কমিশন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন। দন্ডিত দুই ব্যাংক কর্মকর্তা পলাতক রয়েছেন।

খালাস পাওয়া তিন ব্যবসায়ী হলেন ঢাকা-বরিশাল রুটের কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুর আহসান ফেরদৌস, বরিশাল সিটি করপোশেনে টানা ৪ বার নির্বাচিত সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল এবং ব্যবসায়ী আলতাফ হোসেন তালুকদার। এ তিনজনই নগরীতে প্রতিষ্ঠিত ঠিকাদার।

অপরদিকে দন্ডিত দুই ব্যাংক কর্মকর্তা হলেন- ঢাকা ব্যাংকের বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কে এইচ এন আসাদুজ্জামান ও সাবেক সিনিয়র কর্মকর্তা মো. হুমায়ন কবীর।

আদালত সুত্রে জানা গেছে, ভুয়া ওয়ার্কঅর্ডার, জাল গ্যারান্টিপত্র, জাল এ্যাসেসমেন্ট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বরিশাল শাখা থেকে ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬৫ টাকা ঋন উত্তোলন করা হয়। দন্ডিত দুই ব্যাংক কর্মকর্তা ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই ঢাকা ব্যাংকের বরিশাল শাখায় দায়িত্বপালনকালে এ জালিয়াতির ঘটনা ঘটে। পরে আত্মসাতের বিষযটি ধরা পড়লে ব্যাংকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আঃ মালেক হাওলাদার বাদী হয়ে ২০১৩ সালের ৬ আগষ্ট মামলা দায়ের করেন। বরিশাল দূর্ণীতি দমন কমিশনের উপ পরিচালক এবিএম আব্দুস সবুর মামলাটি তদন্ত করেন। দুই ব্যাংক কর্মকর্তা ও তিন ঠিকদার যোগাসাজস করে ব্যাংকের অর্থ আত্মসাত করেছে বলে ৫ জনের বিরুদ্ধে মামলার চার্জসীট দেন দূদক কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official