বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক নিয়ে কাজ করার লক্ষ্যে তিন এপ্রিল দুই হাজার আঠারো ইং তারিখে প্রতিষ্ঠিত হয়েছে তার্কিকদের সংগঠন ” DEBATERS COMMUNITY OF BARISHAL ( De.C.B ) । মুক্তির প্রত্যয়ে অবিরাম যুক্তি , এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির পথ চলা শুরু হলো।
সংগঠনটির মূল লক্ষ্য হলো বরিশাল বিভাগের সকল তার্কিকদের নিয়ে পরিচ্ছন্ন বিতর্ক সমাজ গঠন করা।বরিশালের সকল বিশ্ববিদ্যালয়,কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করা।
এই সংগঠনের কার্যপ্রণালী এগিয়ে নিতে চোদ্দজন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সকল সদস্যদের সম্মতিক্রমে গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলো:
আহ্বায়ক : শেখ সুমন। যুগ্ম আহ্বায়ক : ১: মো: আবু সুফিয়ান শেখ ২: সামিয়া তিশা ৩: সানজিদ আলম সিফাত ৪: সাদিয়া নিশা ৫: হুজাইফা রহমান ৬: শিফা
সদস্য সচিব: ১: আরিফ রহমান ২:ফারাবি নিহা । সদস্য: ১: পারভেজ হাসান ২: নুজহাত প্রাপ্তি ৩: ইমতিয়াজ ৪:মো: শামিম হাওলাদার ৫: ফয়সাল হোসেন অভিনন্দন সকল তার্কিকবৃন্দকে । আশা করছি সকলে একত্রে মিলে গড়ে তুলবো বিতর্কের নতুন প্লাটফর্ম।
সংগঠনটির মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করবে জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম।