স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
আন্তর্জাতিক (জাতিসংঘ) শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বরিশালে পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
উদ্বোধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক হয়ে জেলা পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র্যালিতে পুলিশসহ সামরিক বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বক্তব্য রাখেন, বিএমপি’র উপ-কমিশনার মো. হাবিবুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, আরআরএফ কমান্ড্যান্ট মো. হারুনর রশিদ, ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, আমর্ড পুলিশের কমান্ডিং অফিসার রেজাউল করিম, শেখ হাসিনা সেনা নিবাসের লে. কর্নেল সাহেদ এবং এনজিও সংগঠক রহিমা সুলতানা কাজল প্রমুখ।