বরিশালে কৃষকের ধানের ন্যায্য মূল্যে ও মধ্যস্বত্বভূগীদের ভর্ত্তুকি দেয়ার দাবী জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠ্যরত কৃষকের সন্তানেরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় বরিশাল-পটুয়াখালী মহা সড়কে প্রচন্ড রৌদ্র মাথায় উপেক্ষা করে তারা একর্মসূচি পালন করে।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন (ববি) শিক্ষার্থী হাসিবুল ইসলাম, লোকমান হোসেন,রেজাউর রহমান রাজু, তারেক মাহমুদ, উদয় বিশ্বাষ, আব্দুর রহমান মিজান, হালিম সালেহীন ও তমাল প্রমুখ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়–য়া কৃষকের সন্তান শিক্ষার্থীরা বলেন রোদে শরীর পুড়িয়ে যে সকল কৃষক দেশবাশীর জন্য খাদ্য-ধান উৎপাদন করে যাচ্ছে তারা আজ বাজারে সেই ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।
অভিলম্বে মধ্যস্বত্বভূগি কৃষকদের ভর্তুকি দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।