ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় বরিশাল সদর উপজেলা পরিষদে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কমিটির সন্মানিত সভাপতি বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু এর সভাপতিত্বে আজ বেলা ১২.০০ একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আমাদের ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগনদের প্রস্তুত ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয় এবং সেই থাকে ঝুঁকি তে আছে এমন এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান মধু, ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুজ্জামান মুন্না, রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান খোকন, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আলম চৌধুরী, চাদপুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমান উল্লাহ আমান, দূর্যোগ ও ত্রান কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান,উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব মোঃ আবু সালেহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
