স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব সলিড ম্যানেজমেন্ট প্লান্ট। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উদ্যোগ নিয়েছেন এই সলিড ম্যানেজমেন্ট প্লান্ট তৈরি করার।
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় এই প্রথম সিটি মেয়ের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্মান করতে যাচ্ছেন আধুনিক মানের ও পরিবেশ বান্ধব সলিড ম্যানেজমেন্ট প্লান্ট। এই প্লান্ট তৈরি হলে বরিশাল নগরীতে বর্জ্য নিয়ে কোন ধরনের সমস্যা থাকবে না।
নগরী থেকে সকল ময়লা পরিস্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দ্বারা রিসাইকল করে সেই ময়লা থেকে সার, বিদ্যুৎ ও তেল তৈরি করা হবে,পুরপুরি স্বয়ংক্রিয় ও আধুনিক মেশিন দ্বারা বর্জ্য রিসাইকল করায় এতে পরিবেশের কোন ধরনের ক্ষতি হবেনা। আর এই প্লান্ট তৈরি করার ফলে এখানে অসংখ্য লোকের কর্মসংস্থানের সৃস্টি হবে।
আর তার ফলে নগরী থেকে থেকে বেকারত্ব অনেকটা লাঘব হবে। বরিশাল নগরীর চরবাড়ীয়া এলাকায় আট (০৮) একর জমির উপর এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন নগর পিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।