স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
লেগেছে ঈদের গান। পরছে বাজারে কেনাকাটার ধুম। পিছিয়ে নেই বড় বড় শো রুম গুলিও। দর্জি বাড়ি, বাংলাদেশের বড় ব্রান্ড গুলির মধ্যে একটি। নিত্য নতুন বাহারী পোশাক এর সমাহার এখানে। সারা বছরি ভীড় লেগে থাকে দর্জি বাড়ির শো রুম গুলিতে। আর ঈদ আসলে তো কথাই নেই। জনপ্রিয়তার কারনে দিনে দিনে বেড়ে চলছে দর্জি বাড়ির শো রুম।
আর তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় শহরে চালু হয়েছে দর্জি বাড়ির শো রুম। গতকাল ১৫ মে বুধবার বরিশাল নগরীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দর্জি বাড়ি শো রুমের। পরে আনুষ্ঠানিক ভাবে সবাইকে নিয়ে কেক কাটেন তিন। কেক কাটা শেষে শো রুম ঘুরে দেখেন।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল অনেক উন্নত হয়েছে। ইজি, ক্যাটস আই, ইনফিনিটি এর মত বড় বড় ফ্যাশন শো রুম এখন বরিশালে আছে। এখন আর ঈদের পোশাক কেনার জন্য বা ফ্যাশনেবল পোশাক কেনার জন্য ঢাকা যেতে হয় না। বরিশাল থেকেই কেনাকাটা করা যায়। আর তারই ধারাবাহিকতায় বরিশালে আজ চালু হল বাংলাদেশের বিখ্যাত ব্রান্ড দর্জি বাড়ি শো রুমের। আশা করি তারা অনেক বাহারী পোশাকের সমাহার করবে বরিশালে।