বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো মে দিবস। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে আঞ্চলিক শ্রম দফতর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও জেলা ও মহানগর শ্রমিক লীগ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরা সুইটমিট শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন নানা আয়োজনে মে দিবস পালন করে।

ছবি: সংগ্রহ।