এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান-এর নেতৃত্বাধীন একটি মোবাইল কোর্টের টিম তার সাথে ছিলো।
মোবাইল কোর্ট টিমসহ নগরীর মুক্তিযোদ্ধা পার্ট, বঙ্গবন্ধু পার্ক, প্ল্যানেট পার্ক ও বধ্যভূমি (ত্রিশ গোডাউন) এলাকায় পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজিব আহমেদ।
এসময় পথিমধ্যে থাকা দর্শনার্থীদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি, বিভিন্ন বিনোদন স্পটে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জনসাধারণকে সতর্ক করেন এবং বাসায় পাঠিয়ে দেন।
পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, মানুষকে ভালো রাখতে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।