স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
বরিশাল নগরীর কালিবাড়ি রোড খোকার গ্যারেজ, বরিশাল কলেজ মোড় ও শীতলাখোলায় মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যা গড়ালেই প্রতিদিন মাদকসেবীদের একটি চক্র ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন রকমের নেশাজাতীয় জিনিস সেবন করে। মাদকসেবীদের অবাধ বিচরণে এলাকার নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে। বাড়ছে চুরি-ছিনতাই।
গত ২ দিন আগে খোকার গ্যারেজ এলাকায় পারভিন ভিলায় একটি ঘরে দিন দুপুরে দরজা ভেঙ্গে চুরি হয় । এছাড়াও অপি ভিলায় ৩-৪ বার চুরি হয়। এ ঘটনার পর থেকে এলাকায় মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এখানে যারা মাদকের আসর জমায় তারা প্রভাবশালীদের স্বজন। ফলে তাদের কোনো কিছু বললে উল্টো হুমকির মুখে পড়তে হচ্ছে। মাদকসেবীর আনাগোনায় একদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে নাইটগার্ড না থাকায় নিরাপত্তাহীনতা ভুগছে এলোকাবাসী।
কোতয়ালী মডেল থানার নুরুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আইন ব্যবস্হা জোড় দেওয়া হবে। মাদকসেবীদের অবাধ বিচরণের বিষয়ে অবগত নই। এ ব্যাপারে এলাকাবাসী অবিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।