ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টায় নগরীর কাটপট্টি রোডের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
এসময় জননী ফার্মেসী, জাকির ফার্মেসী ও জিত ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়। এ কারণে ৩টি দোকানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে নগরীর তালতলী বাজারে ৩টি দোকানে মূল্য তালিকা না টানানোর কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জণকল্যানে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান।