মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল

বরিশালে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীদের হামলা

বরিশাল নগরীতে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। সোমবার বিকেল ৩ টায় বরিশাল সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের চাঁদমারী মাদ্রসা রোড বঙ্গবন্ধু কলোনিতে এ ঘটনা ঘটে।

আহত নোমান (২৮) নগরীর বাংলা বাজার সদ্দর মাহাজন গলির কবির হোসেনের ছেলে।

এ ঘটনায় সোমবার কোতয়ালী মডেল থানায় ঠিকাদার পলাশ চৌধুরি বাদী হয়ে শাওন মৃধা (৩৩) , শোভন মৃধা (২৭) সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত নোমান ঠিকাদার পলাশ চৌধুরির কাজ দেখাশুনা করেন। বর্তমানে মাদ্রাসা রোডে তাঁর বিদ্যুতের কাজ চলমান রয়েছে। সন্ত্রাসী শাওন ও শোভন তাঁর দলবল নিয়ে ঠিকাদার পলাশ চৌধুরির কাছে চাঁদা দাবী করে। এ টাকা দিতে অস্বিকার করায় পলাশকে হুমকি দেয় তাঁরা।

আহত নোমান জানান, ঠিকাদার পলাশ ভাই টাকা দিতে অস্বিকার করার জের ধরে সোমবার বিকেলে কৌশলে মোটরসাইকেলে উঠিয়ে চাঁদমারী মাদ্রসা রোড বঙ্গবন্ধু কলোনিতে তাঁর দলবল নিয়ে আমাকে লোহার রড, লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এসময় ‍আমার পকেটে থাকা ১৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা ‍আমাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official