স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প সহায়ক কেন্দ্র বরিশালের আয়োজনে বরিশাল নগরীরতে অনুস্ঠিত হল ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কোর্স। গত ১৩ মে ২০১৯ থেকে ১৫ মে ২০১৯ তারিখ পর্যন্ত বরিশাল নগরীর শিল্প সহায়ক কেন্দ্রে অনুস্ঠিত হয় এই উদ্যোক্তা উন্নয়ন কোর্স।
৫০ জন নতুন উদ্যোগী পুরুষ এবং নারীদের নিয়ে এই উদ্যোক্তা উন্নয়ন কোর্স সম্পন্ন করা হয়। শিল্প সহায়ক কেন্দ্র, বরিশালের উপ মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ উদ্যোক্তা উন্নয়ন কোর্স এর উদ্বোধন করেন। তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত সবাই বিসিকের নিবন্ধনভুক্ত হবেন। সবাই নিবন্ধিত হলে তাদের তৈরি পন্য হবে গুনগত মানের। আর তাই তাদের কাছ থেকে নিরদ্বিধায় সঠিক এবং অরজিনাল পন্য টি ক্রয় করতে পারবেন ভোক্তারা।