আটককৃত আইনজীবীর নাম রিয়াজ উদ্দিন মিলন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদালত চত্ত্বরে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনের পার্শ্ববর্তী নিজের ‘ল’ চেম্বার থেকে আটক করা হয় তাকে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (প্রশাসন) উজ্জল দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র টিম জেলা ও দায়রা জজ আদাল চত্ত্বরে এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারে তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন থেকেই ওই আনজীবীর বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ ছিলো পুলিশের কাছে। রিয়াজ নামের আইনজীবী আদালত চত্ত্বরের মধ্যেই নিজের চেম্বারে ফেন্সিডিল কেনা-বেচা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ডিবি’র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, দীর্ঘ বছর ধরেই এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলন তার চেম্বারে মাদক ব্যবসা করে আসছিলো। কেননা এর আগেও ২০১৫ সালে একই চেম্বার থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিলো। কিন্তু তখন ওই আইনজীবীকে পাওয়া যায়নি।
ফেন্সিডিল আইনজীবী রিয়াজ উদ্দিন মিলনকে আটকের ঘটনায় ডিবি’র এসআই রেহান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।