বরিশাল মেট্রোপলিটন পুলিশ-বিএমপি এর ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ১১ মে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের গাড়িচালকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তার সংস্পর্শে আসা মোট ৪৯ জনকে আইসোলেশনে রাখা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) এই ৪৯ জনের মধ্য থেকে ১০ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ১০ জন সৈনিক পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। যার মধ্যে একজন নারী সৈনিক রয়েছেন, তার বয়স ২২ বছর।
বাকী ৯ জন পুরুষ এবং তাদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে।
এমন তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল।