16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল

বরিশাল শেবাচিমে জীবাণুনাশক ডিজইনফেকটেন্ট চেম্বার উদ্বোধন করেন মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোধে জীবানুমুক্ত করতে ৩টি ডিজইনফেক্টর চেম্বার বসানো হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে এই চেম্বার উদ্বোধনকালে হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেয়র আধুনিক তিনটি ট্যাব দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগিরা স্বজনদের সাথে সরাসরি কথা বলতে পারেন।

Image may contain: one or more people and people standing

এসময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের মাঝের গেট, জরুরী বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশ দ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

Image may contain: 1 person, indoor

এসময় হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এই চেম্বার দেয়ার ফলে হাসপাতালে প্রবেশের সময় জীবানু মুক্ত হয়ে প্রবেশ করতে পারবে বলে চিকিৎসা কার্যক্রমে সাথে যুক্তরা নিরাপদ থাকবেন।