স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রনজিত কুমার সাহার পিতা গোবিন্দ সাহা (৭৫) গতকাল ২৪ মে শুক্রবার দিবাগত রাত ৩.৩০ মিনিটে পরলোক গমন করেন। গোবিন্দ সাহা দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
গত ২২ তারিখ গোবিন্দ সাহার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তক্ষরণ শুরু হয় আর তার ফলে তিনি আরো অসুস্থ হতে থাকেন। তিন ব্যাগ রক্ত দেয়া দেয়া হয় এবং তার সাথে চলে চিকিৎসা। ফুসফুসের সমস্যা এবং রক্ত ক্ষরনের ফলে তার শারিরীক অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। ২৪ তারিখ শুক্রবার রাত ৩ঃ৩০ মিনিটে গোবিন্দ সাহা পরলোক গমন করেন।