বিশ্বকাপের পর্দা উঠেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১০ দেশের অধিনায়ক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রতিটি দেশ থেকে একজন কিংবদন্তি ক্রিকেটার ও তারকা। লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে ঐতিহ্যবাহী দ্য মলে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি।উদ্ধোধনী আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত হন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। লাল-সবুজদের হয়ে তার সঙ্গে যোগ দেন অভিনেত্রী জয়া আহসান। টাইগার স্পিনার রাজ্জাক ও জনপ্রিয় নায়িকা জয়া অন্যদের সঙ্গে অংশ নিয়েছেন প্রীতি ক্রিকেট আয়োজনে। ‘সিক্সটি সেকেন্ড চ্যালেঞ্জ’ নামক এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুজন মিলে তুলে নেন ২২ রান।এদিকে ভারতের হয়ে উপস্থিত ছিলেন অনিল কুম্বলে ও বলিউডের পরিচালক ফারহান আক্তার। এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলীর সঙ্গে যোগ দেন দেশটির হয়ে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ভিভ রির্চাডস, অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, ইংল্যান্ডের কেভিন পিটারসনরা এই খেলায় অংশ নেন।