বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের ২নং ওয়ার্ড বটতলা সহ আশোপাশো এলাকায় প্রকাশ্যে দিবালোকে চলছে জুয়া খেলার আসর। এসব আসরের পাশেই বিক্রি হচ্ছে মাদক। প্রকাশ্যে জুয়া ও মাদকের অবাধ বিস্তার থাকায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে।
প্রায়ই চুরি হচ্ছে কোনো না কোনো বাড়িতে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ইউনিয়নের প্রতিটি মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত স্থানটিতে দিন দুপুরে এবং রাতে সব সময়ে বসে জুয়ার আসর। এই জুয়ার আড্ডায় পুরো বাবুগঞ্জের থেকে বড় বড় জুয়াড়িরা খেলতে আসেন। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসো এখানে জুয়া খেলতে।
পুলিশকে এই জুয়া খেলার জন্য ভাতা দেওয়া হয় বলে সব কিছু দেখে ও না দেখার ভান করে । যার ফলে নির্বিঘ্নে তারা অবাধে চালায় লক্ষ লক্ষ টাকার এই জুয়ার খেলা সাথে চলে মাদকের ব্যবসা। এর সাথে বড় ব্যাক্তিরা জড়িতে আছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ দেহেরগতি গ্রামের বটতলা এলাকার চিহ্নিত জুয়ারী নাসিম মুন্সি, নয়ন সরদার এই খেলা পরিচালনা করেন সাথে করেন মাদক ব্যবসা। নাম প্রকাশে অরিচ্ছুক একজন জুয়াড়ির নিকট জানতে চাইলে তিনি বলেন, এখানে প্রতিদিন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার থাকে।
নাসিম মুন্সি খেলা শুরু আগে পুলিশকে ম্যানেজের কথা বলে টাকা আদায় করেন। এবিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস বলেন , জুয়া খেলার বিষয়টি আমার জানা নেই। নির্দিষ্ট কোন অভিযোগ করা হয়নি। এবিষয়ে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিব।