16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

বিবাহিত ক্যাথলিকরা এখন ধর্মযাজক হতে পারবেন: পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক চার্চে যাজকদের স্বল্পতার কারণে বিবাহিত ক্যাথলিকরা এখন থেকে ধর্মযাজক হতে পারবেন, এমন সিদ্ধান্তের ইশারা দিয়েছেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস জার্মান এক সংবাদ পত্রিকার কাছে দেওয়া একান্ত সাক্ষাতকারে একথা জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

পোপ ফ্রান্সিস বলেন, ক্যাথলিক ধর্মযাজকের অভাব রোমান ক্যাথলিক চার্চের জন্য বড় রকমের সমস্যা।এ জন্য প্রচলিত নিয়মের পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, আমাদের বিবেচনা করতে হবে ‘ভিরি প্রবাতি’(ল্যাটিন শব্দ যার অর্থ অবিশ্বাস্য রকমের বিশ্বাসী এবং বিবাহিত মহৎ মানুষ) সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে প্রত্যন্ত এলাকার জন্য তাদের দায়িত্ব কী হওয়া দরকার তা নির্ধারণ করতে হবে।

পোপ বলেন, এই সুযোগে যারা এরইমধ্যে বিয়ে করেছেন, তারা ধর্মযাজক হতে পারবে। কিন্তু অবিবাহিত ধর্মযাজক আর বিয়ে করতে পারবে না।স্বেচ্ছায় কৌমার্য পালন কোন সমাধান হতে পারে না বলে দাবি করেন পোপ।

ক্যাথলিক চার্চ এরইমধ্যে কয়েকজন বিবাহিত ধর্মযাজককে চার্চে নিয়োগ করেছেন। স্ত্রীর অনুমতিক্রমে একজন  প্রটেস্টান বিবাহিত যাজক চাইলেই পরিবর্তীত হয়ে বিবাহিত অবস্থায় রোমান ক্যাথলিক যাজক হতে পারবেন।পূর্বদেশীয় ক্যাথলিক চার্চগুলো রোমান ক্যাথলিক চার্চের সাথে আলোচনা করে বিবাহিত পাদ্রি নিয়োগের ধারা অব্যাহত রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ ।

বাইবেলের উপর নির্ভর করে রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে, পাদ্রিদের বিয়ে করা উচিত না। তারা বিশ্বাস করে যীশু খ্রিস্টের মত তাদেরও কৌমার্য পালন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official