23 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বিরল মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন বিএমপি’র এডিসি রেজাউল করিম

কোভিড-১৯ এক অদেখা ভাইরাস যা অতি আণুবীক্ষণিক। অথচ এই অদৃশ্য ভাইরাসটি পুরো পৃথিবীর সকল স্বাভাবিক ব্যাবস্থাকে সম্পূর্ণ রুপে অকার্যকর করে ফেলেছে। কোটিকোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রায় তিন লাখ চল্লিশ হাজার মানুষের প্রান কেড়ে নিয়েছে। জীবন আর জীবিকার এই সন্ধিষণে মানুষের মৃত্যু কেবলই গানিতিক যোগবিয়োগের হিসেব নিকেশে পরিনত হয়েছে। পৃথিবীর দেশেদেশে সামাজিক/ শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মানতে/ মানাতে জনসাধারণকে উদ্বুদ্ধ করণে দিনরাত নিরলশভাবে কাজ করে যাচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থাসমূহ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে বাংলাদেল পুলিশ যেমনি নির্ঘুম রাত কাটাচ্ছে তেমনি মাঠেময়দানে, হাটেবাজারে সামাজিক/ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বরিশার মেট্রোপলিটন পুলিশ যার অগ্রভাগে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কর্ণধার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় । তাঁর চৌকশ দিক নির্দেশনা এবং অনুপ্রেরণায় বিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম তাঁর স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন করোনা পরিস্থিতিতে কমর্হীন হয়ে পড়া নিরন্ন, ছিন্নমূল, পঙ্গু/ বিকলাঙ্গ এবং অন্ধ অসচ্ছল মানুষদের প্রতি। প্রতিদিন তিনি তাঁর কর্তব্যকর্মে বের হওয়ার পূর্বে ব্যক্তিগত ব্যবস্থাপনায় সরকারি গাড়ীতে কিছু খাদ্য সামগ্রী নিয়ে বের হন। চলতি পথে তিনি খুঁজতে থাকেন তাঁর পূ্র্ব পরিকল্পিত ক্যাটাগরির মানুষদেরকে। পুরো বরিশাল শহরে তিনি হন্যে হয়ে খুঁজে বেড়ান এসব কর্মক্ষতা হারানো নিরন্ন মানুষদের এবং যখন যেখানেই উক্তরুপ মানুষদের দেখা পান কিংবা কারো মাধ্যমে সংবাদ পান তখনই তিনি সেখানে ছুটে গিয়ে তার গাড়িতে রাখা খাদ্য- সামগ্রী হাতে তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন । বিশেষ করে বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষ দেখলেই তিনি এগিয়ে যান সাধ্যের সবটুকু নিয়ে। এভাবে তিনি শহরের প্রায় সকল বিকলাঙ্গ মানুষ সহ অসখ্য কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন নিরবে- নিভৃতে। সেখানে নেই কোন আনুষ্ঠানিকতার ছিটেফোঁটা। দ্বারেদ্বারে – পথেপ্রান্তরে পৌঁছে দেয়া এ ধরনে সহায়তা পেয়ে স্বস্তিতে সহায়তা প্রাপ্তরা। এমন নিভৃতচারী পুলিশ কর্মকর্তার ব্যতিক্রম ধর্মী উদ্যোগের খবর বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাতে উদ্বুদ্ধ হয়ে তার বেশ কয়েকজন শুভাকাঙ্খি তাঁর এ মহতি উদ্যোগে শরীক হতে এগিয়ে আসেন। এতে আরো তড়ান্বিত হয় এই অতি মানবীয় কার্যক্রম। রমযানের পূর্ব থেকে শুরু হওয়া তাঁর এই মহতি কার্যক্রম অব্যাহত রয়েছে আজ অবধি।

সহায়তাপ্রাপ্ত একজন বলেন, চলতি পথে অচেনা আজানা কেউ সাধারণত সাহায্য করেনা। কিন্তু পুলিশ অফিসারের কাছ থেকে এমন সাহায্য পেয়ে আমার বড়ই উপকার হলো। আল্লাহ ওনাকে আরো বড়পদে নিয়ে যাক।

এ বিষয়ে ডিবির এডিসি মোঃ রেজাউল করিম বরিশাল বাণীকে বলেন, নিজ এবং শুভানুধ্যায়ীদের প্রেরণায় সাধ্যানুযায়ী অসহায়, কর্মহীন, নিরন্ন বিকলাঙ্গ মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধণ্য মনে করছি। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সদাশয় সরকারের পাশাপাশি মানুষের জন্য কিছু করতে পারাটা দেশমাতৃকার সেবার ব্রত বৈকি? যতদিন সম্ভব আমার এই সহায়তা অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদার এই পুলিশ কর্মকর্তা বিনয়ের সাথে আরো বলেন যে, দেশের এই চরম দুর্যোগকালীন মুহূর্তে কর্মহীন, নিরন্ন বিকলাঙ্গ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সমাজের বিত্তশালী মানুষদের নিঃস্বার্থ সহায়তার হাত বাড়ানো বড়ই সময়ের দাবী। কারণ পৃথিবীর জীবিত কোন মানুষই এমন মহামারী আগে কখনো দেখেনি, তাই সরকারের সর্বান্তকরণ প্রচেষ্টার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরকে সরকারের পাশে থাকা খুবই প্রয়োজন। তবেই আমারা এই অদেখা শত্রু করোনাকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official