স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:
বরিশাল নগরীর অতিদ্রুত উন্নয়ন হচ্ছে।এভাবে চলতে থাকলে এমন একটা সময় আসবে যখন বিদেশের সুন্দর সুন্দর শহরের উদাহরণ দিতে হবে না, বরং বরিশালই হবে তখন সুন্দর শহরের উদাহরণ। আর এই বরিশাল নগরীর যিনি খুব দ্রুত উন্নয়ন করে যাচ্চেন তিনি হলে বরিশালের নগর পিতা, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার হাত ধরেই বরিশাল এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। এই উন্নয়নের জের ধরে বাংলাদেশে এই প্রথম এমনকি বরিশালেই প্রথম বিদেশি টেকনোলজি ব্যবহার করে বিশ্বমানের থ্রিডি জেব্রা ক্রসিং তৈরি করা হয়েছে। প্রথম ছবিটা আমেরিকার টেক্সাস স্টেট এর সড়ক এবং ২য় ছবিটা বরিশাল সিটি কর্পোরেশন এর রাজা বাহাদুর সড়ক। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ র্নিবাচনে বলেছিলেন বরিশাল হবে দ্বিতীয় সিঙ্গাপুর এটা তারই প্রতিছব্বি।