স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরীর বটতলা এলাকায় বিসিসির পাম্প মেশিন বিকল হওয়ার ফলে শুরু জন জীবনে সমস্যা।
নতুন করে রিবোরিং এবং হাউজিং করে স্থাপনের কাজ শুরু করার নির্দেশ দেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
গতকাল ২৯ মে, বুধবার বিসিসির পাম্প মেশিন বিকল হওয়ায় নতুন করে রিবোরিং, হাউজিং করে স্থাপনের কাজ পরিদর্শন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় তিনি বলেন, কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে। আশা করি খুব তারতারি অত্র এলাকার জন সাধারণের সাময়িক ভাবে তৈরি হওয়া এই সমস্যার সমাধান হবে।