বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলছে লঙ্কানরা। আগামীকাল অনুষ্ঠেয় দ্বিতীয়টিতে খেলার ব্যাপারে মুখিয়ে আছে তারা।
আগামী ১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা। তার আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে লঙ্কানরা।