বরিশালের গৌরনদীর্উপজেলায় ট্রলিচাপায় নিলাদ্রী মজুমদার (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিলাদ্রী মাহিলাড়া গ্রামের তপন মজুমদারের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় মাঠের মধ্য দিয়ে হাঁটছিল নিলাদ্রী। এসময় বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বালুবাহী একটি ট্রলি মাঠে বালু নামিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।