ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্যরকম আমেজ। বিশ্বকাপে হলে তো কথাই নেই। এবারের বিশ্বকাপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মহারণ। আর এই ম্যাচের নিরাপত্তায় আর্মড পুলিশ মোতায়ন করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
৩০ মে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটির জন্য এরই মধ্যে প্রায় পাঁচ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। অথচ স্টেডিয়ামটির গ্যালারির দর্শক ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার।
ধারণা করা হচ্ছে, ম্যাচটি উপলক্ষে স্টেডিয়ামের আশেপাশে দেশ দুটির হাজার সমর্থকের সমাগম হবে। ম্যাচ চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আর্মড পুলিশ মোতায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ব্রিটিশ নিরাপত্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে।
ম্যানচেস্টারের ক্যাথেড্রাল গার্ডেন্সের জায়ান্ট স্ক্রিনেও ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। এই জায়গার দর্শক ধারণক্ষমতা প্রায় ৩ হাজার।