26 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ রাজণীতি

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি করায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সমাবেশে মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগ এনে আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকুর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার (৭মে) মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত মে দিবসে স্থানীয় ইমারাত শ্রমিক ইউনিয়ন আয়োজিত শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সমাবেশে স্থানীয় অনেক মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন। এর একদিন পর একই স্থানে ২ মে অন্য আরেকটি শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তি করে অশালীন বক্তব্য দেন বলে অভিযোগ আনেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে বলেন, সুযোগ পেলে ওইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাছাই করে বহিস্কার করবেন বলে অভিযোগে বলা হয়।

নৌকার প্রার্থী মোশারফ সাকুর এমন বক্তব্যে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন। এতে স্থানীয় সকল মুক্তিযোদ্ধারা সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে বিব্রতবোধ করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুক্তিযোদ্ধার নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

এ বিষয় হোসেন মোশারফ সাকুর সাংবাদিকদের বলেন, মামলায় যে অভিযোগ আনা হয়েছে সে রকমভাবে আমি বক্তব্য দেইনি। আমি বলেছি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে অমুক্তিযোদ্ধার তালিকা করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পাঠাবো।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official