এর আগে, রবিবার বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পাসওয়ার্ড’। ছবিটি দেখে বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। শাকিব ও বুবলী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিশা সওদাগর।
জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান।