26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক প্রচ্ছদ

মৃত্যুশোক ঘরে, মেয়ে পার্লারে

বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন গেল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বলিউডের প্রখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন বীরু দেবগন। তার মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

বীরু দেবগনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই অজয় দেবগনকে সমবেদনা জানাতে বলিউড তারকারা তার বাড়িতে হাজির হন। সাজিদ খান, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওলের মতো তারকারা সান্ত্বনা দেন তাকে।

তবে বাবার মৃত্যুর পরদিনই মেয়ে পার্লারে যাওয়ায় সমালোচিত হচ্ছেন বাবা ও মেয়ে উভয়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়ের মেয়ে নাইসার পার্লারে যাবার ছবি ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন কেমন পরিবার, কেমন তাদের শিক্ষা যে এত অল্পতে মানুষ মৃত্যুর শোক ভুলে যায়।

কেউ বলছেন গতকালই যার দাদার মৃত্যু হয়েছে, সে কীভাবে আজ পার্লারে যেতে পারে? কতটা নিষ্ঠুর মন মেয়েটার। কেউবা অজয়ের উপর সব দায় চাপাচ্ছে।

এর আগে বহুবার বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা দেবগণকে। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ট্রোলিং প্রসঙ্গে অজয় দেবগণ বলেছিলেন, মানুষ যখন সমালোচনা করেন তারা হয়ত ভুলে যান যে ওর বয়স মাত্র ১৬ বছর। আমাদের নিয়ে সমালোচনা করুন ঠিক আছে, তবে আমার সন্তানদের দয়া করে এভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করবেন না।

তবে সমালোচকরা এবার অজয়ের কাছ থেকে জবাব নেবার অপেক্ষায় আছেন। সে কথা পোস্ট করে কেউ কেউ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official