28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

মেয়র সাদিক আবদুল্লাহ কে শুভেচ্ছা দিলেন নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।

বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ কে শুভেচ্ছা দিলেন নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।

বরিশাল সিটি কর্পোরেশন (নগর ভবনে) প্যানেল মেয়র পুরুষ (১) ও প্যানেল মেয়র (২) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অপর (সংরক্ষিত) মহিলা প্যানেল মেয়র গোপনীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। নগর ভবনে গোপনীয় ভোটে (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ  বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর ৫ জন প্যানেল মেয়র প্রার্থী পদে নির্বাচনে অংশ গ্রহন করে। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হচ্ছেন আয়শা তৌহিদা লুনা,কহিনুর বেগম, রেশমি বেগম,ছালমা আক্তার শিলা ও গায়ত্রী বিশ্বাষ পাখি। গোপনীয় ভোটে ১০ , ১১ ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলার আয়শা তৌহিদা লুনা সর্ব্বচ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

এছাড়া অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কহিনুর বেগম পেয়েছে ৯ ভোট, রেশমি বেগম পেয়েছে ৩ ভোট, ছালমা আক্তার শিলা পেয়েছে ১ ভোট, গায়ত্রী বিশ্বাষ পাখি পেয়েছে ১ ভোট। নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডের ৩০ জন কাউন্সিলল ও ১০ জন (সংরক্ষিত) কাউন্সিলরের মধ্যে ৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩৯টি ভোট কাষ্ঠ হওয়ার মধ্যে ২টি ভোট বাতিল হযে যায়। এছাড়া নির্বাচনে নগরীর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারন অর রসিদ ছিলেন অনুপস্তিত ।

এর পূর্বে ১ নং গাজী নঈমুল হোসেন লিটু   ও ২ নং প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন (ওরফে মামা খোকন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন বিসিসি সচিব মোঃ ইসরাইল হোসেন। উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ই জুলাই বরিশাল বিসিসি ৪র্থ মেয়র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ ই অক্টোবর প্রধানমন্ত্রী গন ভবনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এবং ২৩ ই অক্টোবর মেয়র সহ কাউন্সিলররা দায়ীত্বভার গ্রহন করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official