স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
চুমুর গুনাগুন সম্পর্কে জানতেন কি? সাম্প্রতিক গবেষণা অনুযায়ী চুমু খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়াও রয়েছে আরও অনেক উপকারীতা।আসুন জেনে নিই চুমু খেলে স্বাস্থ্যের কতরকম উপকার হতে পারে।
১.অনেকেই অ্যালর্জির সমস্যায় ভোগেন।কারও ধুলোতে অ্যালার্জি তো কারও আবার চিংড়ি খেলে গা চুলকোয়।গবেষণা বলছে,চুমু খেলে রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তেরি হয়।ফলে মুক্তি মেলে অ্যালার্জি থেকে।
২.আজকাল দৈনন্দিন জীবনে মানসিক চাপ অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।চুমু ভীষণ ভাবে মানসিক চাপ কমিয়ে মনকে ফুরফুরে রাখতে সাহায্য করে।
৩.ওজন কমানের জন্য বহু চেষ্টা করেও কোনও লাভ পান নি?আর চিন্তা নেই এবার থেকে ভালবেসে প্রিয়জনকে নিয়মিত চুমু খেলে কমবে ১২০ কিলো ক্যালরি পর্যন্ত।
৪.তাড়াতাড়ি বয়সের ছাপ পরে যাচ্ছে?বলিরেখা দেখা দিয়েছে ত্বকে?ত্বকের যৌবন বহুদিন ধরে রাখতে নিয়মিত চুমু খান।
৫.চুমু খেলে শক্তিশালী হয় ফুসফুস।ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।
৬.হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণেে রাখতে জুরি নেই চুমুর।
৭.প্রচন্ড মাথা ব্যথায় দীর্ঘদিন ভুগছেন।আদর করে চুমু খান রোজ।দেখবেন ব্যথা উধাও।
৮.দাঁতে ক্যাভিটির সমস্যা বা সেনসিটিভিটি থাকলে চুমু খান নিয়মিত।চুমু খাওয়ার সময় স্যালিভা নির্গত হয় তার মধ্যে নিউট্রালাইজেস অ্যাসিড থাকে যা ব্যাকটেরিয়া প্রতিরোধক।