27 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

যেসব চ্যানেলে দেখবেন বিশ্বকাপের ম্যাচগুলো

|| ডেস্ক রিপোর্ট ||

আর মাত্র কয়েকদিন পরেই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজি টিভি (জিটিভি)। যেখানে স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস এবং ডিডি ন্যাশনালে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন ভারতের অধিবাসীরা। 

বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট প্রেমী মানুষও খেলাগুলো সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন। অস্ট্রেলিয়াতে ফক্স স্পোর্টস, যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, যুক্তরাষ্ট্রে উইলো টিভি, দক্ষিণ আফ্রিকাতে সুপার স্পোর্ট এবং নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস প্রচার করবে বিশ্বকাপের ম্যাচগুলো।

এছাড়াও মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অধিবাসীরাও ক্রিকেট খেলা দেখতে পারবেন টেলিভিশনের পর্দায়। এর জন্য তাদেরকে চোখ রাখতে হবে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি। অপরদিকে ক্যানাডাতে এটিএন (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক), শ্রীলঙ্কায় এসএলআরসি (চ্যানেল আই), ক্যারিবিয়ান দীপপুঞ্জে ইএসপিএন ক্যারিবিয়ান, আফগানিস্তানে মোবি টিভি, পাকিস্তানে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং সনি লিভে সরাসরি খেলা দেখা যাবে।

হংকংয়ে স্টার ক্রিকেট, নাউ টিভি অ্যাপ, মালয়শিয়াতে স্টার ক্রিকেট, অ্যাস্ট্রো গো, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট স্টার হাব গো, সিংগটেল টিভি, ফিজিতে ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশন (এফ বি সি টিভি)
চায়নাতে ফক্স নেটওয়ার্ক গ্রুপ এবং ইউরোপ ও জাপানে আইসিসির ফেসবুক পেইজে দেখা যাবে খেলাগুলো।

এছাড়াও অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন বিশ্বের নানা প্রান্তে থাকা ক্রিকেট প্রেমীরা। ভারতে অনলাইনে সরাসরি খেলা দেখানো হবে হটস্টারে, জাপানে আইসিসির ফেসবুক পেইজে, বাংলাদেশে র‍্যাবিটহোল অ্যাপে, নিউজিল্যান্ডে ফ্যান পাসে, যুক্তরাজ্যে স্কাই গোতে, অস্ট্রেলিয়া ও জার্মানিতে ডাজেডএনে, অস্ট্রেলিয়াতে ফক্সটেল স্পোর্টসে, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টসে, ক্যানাডা ও ইউরোপে ইউপ টিভিতে, হংকংয়ে নাউ টিভিতে, দক্ষিণ আমেরিকাতে ইএসপিএন ও উইলো টিভি এবং মধ্যপ্রাচ্যে ওএসএন প্লেতে দেখানো হবে খেলা।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official