স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
২১/০৫/২০১৯খ্রিঃ তারিখ ১৪:১৫ ঘটিকা থেকে ১৭:৫৫ ঘটিকা পর্যন্ত জনাব মোঃ জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) এর নেতৃত্ত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বরিশাল মহানগীর কোতয়ালী মডেল থানাধীন রুপাতলী ওয়াহেদ স্কুল সংলগ্ন কালাম মোটর সাইকেল ওয়ার্কসপ এর সামনে রাস্তার উপর হইতে আসামী (১) মোঃ আল আমীন হাওলাদার (১৯) পিতা-আঃ খালেক হাওলাদার মাতা-মনোয়ারা বেগম সাং-পশ্চিম চরাদি থানা-বাকেরগঞ্জ জেলা-বরিশাল এ/পি জনৈক রাকিব এর বাড়ীর ভাড়াটিয়া বাদশা বাড়ীর মসজিদ সাং-রুপাতলী ওয়ার্ড নং-২৫ কোতয়ালী মডেল থানা বিএমপি বরিশাল‘কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজাসহ কোতয়ালী মডেল থানা, বিএমপি, বরিশালে সোপর্দ করা হইলে বর্ণিত ধারায় মামলা নং-৬৯/১৯ তাং-২১/০৫/১৯খ্রিঃ রুজু করা হয়।