স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
প্রতিবারের তুলানায় এ বছর গরমটা অনেক বেশিই পরেছে।গরমে জন জীবন অতিষ্ঠ। আর গরমের ভিতর রমজান মাস হওয়ায় মানুষের কস্টটা এবার অনেক বেশি। এই গরমে শ্রমিক শ্রেণীর মামুষ বলতে রিকশা, ভ্যান চালায় যারা তাদের কষ্টের শেষ থাকে না।
তাই এই সমস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে লাল সবুজ নামে একটি স্বেচ্ছাসেবী সংঘটন।
আজ ২৯ মে, বুধবার বরিশাল ও ঝালকাঠিতে লাল সবুজ সোসাইটির সদস্যরা খেটে খাওয়া মানুষদের গরমের কষ্ট কিছুটা লাঘব করার জন্য ৮০ টি ছাতা প্রদান করেছে। সংঘটনের সদস্যদের নিজেদের চাঁদার টাকায় এই ছাতা গুলি ক্রয় করা হয়।
লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন বলেন, প্রখর রোদ থেকে বৃদ্ধ রিকসাচালক সহ অন্য খেটে খাওয়া মানুষদের একটুখানি স্বস্তি দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা ভবিষ্যতে আরও ভাল ভাল কাজ করে এই সমস্ত মানুষের পাশে থাকতে চাই।
খেটে খাওয়া এই সব মানুষকে ছাতা বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন,লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক যুবরাজ বড়াল এবং সংঘটনের অন্যান্য সদস্যরা।