27 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

শেষ বিশ্বকাপ খেলবেন যারা

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। আর এই আসরে শেষ বারের মতো বিশ্বকাপ খেলছেন কয়েকজন তারকা ক্রিকেটার। তারা হলেন-শোয়েব মালিক (পাকিস্তান), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও মহেন্দ্র সিং ধোনি (ভারত)।

১. শোয়েব মালিক (পাকিস্তান)
পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। ইংল্যান্ডেই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে তিনি নামবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
২০১৯ সালের আইপিএলের পার্পেল ক্যাপ জয়ী বর্ষীয়ান ইমরান তাহির। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তাই ইংল্যান্ডেই তাহিরের শেষ বিশ্বকাপ বলে ধরা হচ্ছে।

৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
২০১৯ সালের বিশ্বকাপ খেলেই যে একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা আগেই জানিয়েছেন ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল। তাই গেইলের যে এটা শেষ বিশ্বকাপ সে নিয়ে আর কোনো সন্দেহ নেই।

৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সব কটি বিশ্বকাপেই খেলেছেন। তাই মনে করা হচ্ছে ইংল্যান্ডেই সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন ৩৫ বছর বয়সী এই লঙ্কান পেসার।

৫. মহেন্দ্র সিং ধোনি (ভারত)
২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপে খেলেছেন ধোনি। ২০১৯ সালে সম্ভবত শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official