ঝালকাঠি প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবে সরকারের দেয়া খাদ্য সামগ্রী জনগনের মাঝে সঠিক ভাবে বন্টন নিশ্চিত করতে হবে। এক পরিবার একাধীকবার ত্রান সহায়তা পাবে, কিন্তু সেটা একসাথে নয়। রেশন কার্ড বিতরনে কোন স্বজনপ্রীতি হতে দেয়া যাবেনা, সেটাও সঠিক ভাবে বন্টন করতে হবে। ঝালকাঠি জেলার ২টি পৌরসভার মেয়র এবং ৪টি উপজেলা চেয়ারম্যানদের এমনটাই নির্দেশ দিলেন কৃষি সচিব নাসিরুজ্জামান। দুর্যোগকালীন এই সময়ে নিরপেক্ষ ভাবে সরকারের দেয়া খাদ্য সহায়তা বিতরনের জন্য ঝালকাঠি জেলার সকল জনপ্রতিনিধিদের কঠোর হুসিয়ারী দেন সচিব নাসিরুজ্জামান। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঝালকাঠির ত্রান বিতরন তদারকি সভায় তিনি একথা বলেন। সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, এনডিসি আহম্মেদ হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, সদর পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধূরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সেনালী, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির উপস্থিত ছিলেন।