স্টাফ রিপোর্টার//জুবায়ের হোসাইন: আজ সোমবার ঝালকাঠি জেলার কেওড়া ইউনিয়নের সারেংগল বাজারে সরকার নির্ধারিত দ্রব্য টিসিপি দেওয়া হয়,। সকাল ৮টার দিকে এর কার্যক্রম শুরু হয়ে বেলা বারোটার দিকে শেষ হয়। স্থানিও শত শত পরিবার তারা পাঁচ লিটার সয়াবিন তৈল, দুই কেজি ছোলা বুট, তিন কেজি চিনি, ডাল ও খেঁজুর মাত্র ৮৪০ টাকার বিনিময়ে এ সহায়তা পান।
প্রথমদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখলেও কয়েকজন সেচ্ছাসেবকের সহায়তায় কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। সারেংগল সহ নৈকাঠী, পাকমহর, রনমতি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এ সহায়তা নেন। এ সময় তারা বলেন আমরা এ পন্য পেয়ে অত্যান্ত খুশি,, এ সময় তারা জেলা প্রশাসক ও বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তবে স্থানীয় কয়েকজন ভোক্তা টাকার পরিমান কিছু কমানো যায় কিনা,!! সেটা নিয়ে অভিযোগ করেন।
এছাড়াও স্থানীয় প্রতিনিধি মোঃ উজ্জল খান এর সার্বিক খোঁজ খবর নেন। তিনি জানান এ কার্যক্রম আরো অব্যাহত থাকবে।